অপেক্ষায় থাকি,
দিন দুপুরে ,
মেঠো পথের ধারে
যদি;
তোমার কোমল তুলতুলে সিক্ত,
পায়ের মৃদু ধ্বনি শুনতে পাই,
নির্ভীক চিত্তে।