তোর চোখের কার্নিশে র মধ্য মণি তে,
আমি একটু আধটু যৌবন; নামের ফুল ফোটাতে চাই ।
দিতে চাই ,চিবুকের উত্তাল জল তরঙ্গে আলতো ছোঁয়া।
কোমল পরশে,ভরিয়ে দিতে চাই,টগবগে টলটলে লোহিত
দু ঠোঁটের মধ্যবর্তী ; রেখা পাতের ফিনফিনে স্রোত ধারায় ।
স্পর্শে স্পর্শে সাজাতে চাই,তোর মনের আলপনার---------
কাল্পনিক ধূসর ময় শহর কে ।
কর্ণ গহ্বরে শোনাতে চাই ,রঙিন স্বপ্নের চন্দ্রিমা র রাত্তিরে র ----
সেই বৃষ্টি ভেজা রূপকথার গল্প।