বাঁধন ছেঁড়া রঙিন প্রেম পালিয়ে গেছে
অনেক দিন আগে সবুজ জুতো পায়ে দিয়ে
থরেবিথরে-
সহস্র সময় পেরিয়ে-
সুবাসিত জল আজ গড়িয়ে পড়ছে
আমার চৌকাঠের মধ্য দিয়ে
আহ! এই কেমন তোমার ছলনা-
যাবে যদি এই অবেলায় কেন?
সঠিক ভাবে বলে যেতে পারতে তাই না-
কামার্ত রোদগুলি
মনোময়ী সুরগুলি-
হৃদয় ছিঁড়ে-
দিনরাত কাঁদে অধীর প্রহরগুণে গোপন ফাঁকা মাঠে
সময়ের মুখোমুখি হয়ে আজো অপেক্ষামান
উন্মাদনাময় অনুভূতি-
বোধহয;
এই তুমি স্পর্শজল ছুঁয়ে দিলে- আপন গতিতে
বাস্তবতার উৎসে-
পৌঁছার আগেই আমায় দিলে ফাঁকি
গচ্ছিত স্বস্তির নিঃশ্বাস ফেলে
-রঙছুট বৃষ্টিমুখর দিনে।