আজ অফিসে না গেলে হয় না !
দেখো আকাশ গাঙে সাঁঝ ডেকেছে ,
নির্মল নীরদ দিয়ে।
দমকা প্রভঞ্জন বয়ে যাচ্ছে ,
বাগানের চারিপাশ দিয়ে
ব্যাকুল চিত্তে।
দেখো না ...
বাবুই পাখিরা উড়ে যাচ্ছে,
আপন নীড়ে।
উঠোন জুড়ে খড়কুটোর আনাগোনা
প্রকৃতিটা কেমন নিশ্চুপ নিঝুম,
তাই না !
দেখো দেখো...
আজ আমি কানে দুল পরেছি
কপালে লাল টিপ দিয়েছি ,
গলায় তোমার দেয়া হার পরেছি
জন্ম দিনে আমায় যে শাড়িটা দিয়ে ছিলে,
আজ তা পরেছি ।
বৈশাখীর মেলা থেকে গত বছর লাল টুক টুকে
একমুঠো চুরি কিনে দিয়ে ছিলে,
ওই চুরি গুলি দু ভুজে পরেছি ,
আপন সুখে ।
চোখের কোণে কাজল দিয়েছি
স্নিগ্ধ তরল ঠোঁটে লিপস্টিক দিয়েছি ,
আলতো ছোঁয়ায় ।
এলোমেলো এলোকেশী খোঁপায় গোলাপের মালা পরেছি
গৌর বর্ণের ব্লাউজ পরেছি ,
থাক না !
আজ অফিসে না গেলে হয় না ।
থাকো না একটু আধটু মণিকোঠার
ছোট্ট কুঁড়ে ঘরে ।