টাটকা প্রেমের নিমন্ত্রণ চাই
তোমার অরণ্যে র গহীন থেকে ।
সিদ্ধ হস্তে লেখা চিঠি চাই
তোমার সাঁঝের মেলা থেকে ।
শীতল মনের মানুষ চাই
তোমার স্বপ্নের আকাশ থেকে ।
কাঁচা হাতের নরম ছোঁয়া চাই
তোমার লোহিত হৃদি র মাঝ থেকে ।
স্বচ্ছ একটি মধুর আলাপন চাই
তোমার জাগ্রত উষ্ণ চোরাবালি থেকে ।
সুশীল স্নিগ্ধ আবেগ পূর্ণ ভালোবাসার গল্প চাই
তোমার কাছ থেকে ।
স্মারকলিপি চাই একটা কষ্টি পাথরের
তোমার নাতিশীতোষ্ণ উদার জমিন থেকে ।
স্পন্দন তড়িৎ চুম্বকীয় আঁকাবাঁকা,
হিয়ার নিষিদ্ধ আবদ্ধের অনুলিপি চাই ।
তোমার স্ব বিবেক অববাহিকা থেকে ।