বেদনার মধ্যে দাঁড়িয়ে উদাস চিত্তে খুঁজি
পাড়ি দিব অতল সাগর মরুভূমি বুঝি।
প্রশ্ন জাগে মনের গহীনে একলা তরীতে
বিষণ্ণতায় কেঁদে ফিরি দুর্যোগ হেরি পথে।
কাঁটার আঘাতে অজানার নীল দিগন্তের প্রহসনে
বাইতে পারি না কষ্টের বৈঠা তুমি বীণে।
প্রদীপ হীন আলোতে রাত্রির গুহায় জেগে থাকি
ভোরের পূর্ব আকাশের রক্তিম সূর্যের আশাতে।
কখন জানি পূবাল হাওয়া টেনে নিবে দাঁড়ে
আঁখি হতে জল আসে মাস্তুলের পাড়ের নীড়ে।
কবে পাবো তারই দেখা মোর জীবনের প্রাতে
আঁধারে ই কেটে যাবে আমার বাকি শূন্য হৃদয়।