জীবনটা এমন কেন স্বপ্নগুলি এমন কেন
যা বার বার ভেঙে যায়
-স্পর্ধিত নগ্ন কলঙ্ক শূন্য জলে
আমি তো এমনটা চাইনি আমি চাই-
স্বপ্নগুলো বাস্তবায়িত হউক তা যেভাবেই হউক
কিন্তু! আমার স্বপ্নগুলো বার বার হারিয়ে যায়
কাঁচা বাঁশের কঞ্চির ডগায়-
যেমন ধরো -
আমি একটা কাজ করবো প্ল্যান করছি
অই কাজটা কিছু দিন আমার মাথায়
এমন ভাবে বসে থাকে তা ছাড়া অন্য কোন কিছু
-ভাবতেই পারি না
কিছু দিন পরে কোন কোন কারণে
আর একটা কাজ এসে মাথায় ঘুরপাক খায়-
তখন অই কাজটা ভুলে যাই অনায়াসে
নতুনটা নিয়ে পরে থাকি
কিন্তু যে কাজটা আমি করতে চেয়েছিলাম
অনেক কষ্ট করে তা আর হয়ে উঠে না-
এই যেন এক বিষম বেদনার টাওয়ার
এই ধরো-
সহজ ভাবে যদি বলি
আমি যা মেইন সাবজেক্ট ভাবি তা হয়ে যায় অপশনাল
আর অপশনাল হয়ে যায় মেইন সাবজেক্ট
এভাবেই চলছে আমার জীবন প্রণালী-
না কিছু করতে পারছি না কিছু করে দেখাতে পারছি
কিছুই হচ্ছে না-
আমার জীবনে মনে হচ্ছে একটা আহত পাখি
এভাবেই আমার স্বপ্নগুলো বার বার ভেঙে যাচ্ছে
বার বার হারিয়ে যাচ্ছে শ্যাওলা পাতার নষ্ট জলে
এই কি অভিশাপ দিচ্ছ প্রভু!
মনে হচ্ছে আমি সময়ের উলটো পিঠে ঘোড়া চালাচ্ছি
হাবাগোবা ব্যাক্কল রামচাঁদ হয়ে
সিগারেট যেমন ভাবে পোড়ে জ্বলন্ত আগুনে
আমি ঠিক পোড়ছি অসীম লীলাখেলার অদ্ভুত টানে-