পাশে বসে পড় তাড়া আছে কিছু,থাকলে যেতো
পারো,গুরুত্ব পূর্ণ কথা আছে, আজ
তোমার সাথে ।
কতো দিন হল বলতে পারো,তোমার সাথে আমার
সম্পর্কের,একটা বার ভেবে দেখেছো কি
ভাবো নি তাই না ।
কেন এতো উদাসীন,প্রথম যে দিন দেখা হয়ে ছিল
তখন তো কোন প্রকার অস্থিরতা দেখি নাই
এখন কেন এড়িয়ে চলার বাহানা ।
মনে আছে সোহরাওয়ার্দী উদ্যানরে বেঞ্চে বসে,এক সাথে বলে ছিলে
সারাজীবন আপন করে পেতে চাই সব সময়
সব খানে ।
ওই দিনের কথা গুলো মনে পড়ে যখন কলা ভবনের সামনে
গাছের তলায়,মাথা রেখে আমার কোলে বলে ছিলে
দূরে যাবে কোন কালে ।
আরও স্মরণ করিয়ে দিচ্ছি বৈশাখী মেলায় যখন শাড়ি পড়ে
এসেছিলাম তোমার নিকটে,অধীর আগ্রহে বলে ছিলে
চমৎকার লাগছে তোমায় ।
আজ অনেক দিন হয়ে গেলো তুমি আমার পাশে বসো না
তাকিয়ে একটু দেখো না,কি সমস্যা
বলতে তো পারো ।
দেখো কেমন করে সেজে গোঁজে এসেছি,মাথায় গোলাপের মালা
কানে ধূল,নাকে নাক ফুল,চোখে কাজল, অঙ্গে জড়িয়েছি
তোমার দেয়া পছন্দের লাল লাল শাড়ি ।
কেমন লাগছে বলবে না!ঠিক টুক টুকে গাঁয়ের বঁধুর মত
যেমন টা তুমি চাও, ঠোঁটে লাল লিপস্টিক
হাতে লাল মেহেদি।
খেয়াল করে দেখো আমার পায়ের দিকে নূপুর পড়েছি
পায়ে আলতা লাগিয়েছি,তোমায় দেখাবো বলে
নয়ন ভরে একাকী চিত্তে।
ওই যে দেখো বড়ই গাছে চড়ুই পাখি বাসা বেঁধেছে
একজন আরেক জন কে মন প্রাণ দিয়ে দেখতেছে
তাদের মধ্যে কতো মিল ।
আমি চাই তুমি আগের মত আমার পাশে বসো
একটু খেলার ছলে আদর করো
একটু তাকাও চোখের দিকে ।
এক সাথে ঘুরে বেড়াবো,মন যেখানে চাই সেই খানে যাবো
তারপর ও আমি চাই একটু বসো আমার পাশে
একটু থাকো ।