কিছু দিন ঘুমোতে চাই,
তোমার স্নিগ্ধ আঁচলের নীচে
সত্যি বলছি;
একদম সত্যি বলছি ।
একটু আধটু ঘুমোতে পারলে,
আমি নিশ্চিন্তে পাড়ি দিতে পারবো
অম্বরের দ্বার প্রান্তে ।
বিশ্বাস করো;-
একটি রাত্তির তোমার সাথে কাটাতে পারলে,
আমি অনায়াসে
দেব লোকে যেতে পারবো ।
তোমার হাতের স্পর্শ পেলে,
অবলীলাক্রমে সাত সমুদ্দুর পাড়ি দিয়ে
পঞ্চত্বপ্রাপ্তি তে পৌঁছব ।
ইচ্ছে র ডানা গুলি উড়া তে পারি
নির্ভীক চিত্তে,
তুমি যদি একটু সুশীতল আশ্রয় দাও
হৃদয়ের গহিনে ।
সত্যি বলছি,
কিঞ্চিৎ পরিমাণে ভালোবাসা পাই
তাহলে;
আমি ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পাড়ি
এক কোটি বার ।
তোমার কোমল চুলের ঘ্রাণ নিতে নিতে ...
আমি চলে যাবো পঞ্চ নদ পেরিয়ে,
আকাশ গাঙে ।
তোমার শরীরের ছায়া দেখতে দেখতে ...
আমি চলে যাবো
তোমার সীমানা থেকে,
ভব নদীর কূলে।
সত্যি বলছি;
একদম সত্যি বলছি ,
তোমার চাল ধোয়ার গন্ধ নিতে নিতে...
আমি চলে যাবো
বহু দূর থেকে বহু দূরে ,
সপ্ত ডিঙা পাড়ি দিয়ে ।