পথ চলতে খুব কষ্ট হয় আমার
আজ কেন মনে বিষাদ জাগে ক্ষণে।
পারিনা হাঁটতে অজানা এক নদীর ধারে
গাইতে পারিনা কোনো গানের এক টুকরো সুর।
কবিতা লিখতে গেলে শব্দ হারিয়ে যায়
গল্প উপন্যাস পড়তে গেলে হয়ে ওঠে না আর।
অনেক দিন পথ চলা হয় না ফুল বাগানে
বসে হৃদয়ের কথা হয়নি বলা কারো সাথে।
মায়ের কোমল হাতের আমন ধানের পিঠা।
খাওয়া হয় না মামার বাড়ীর তালের ক্ষীরা।
ভাবীর বাড়ীর তৈলের পিঠা আরো কত কি
বাবার হাত ধরে বহুদূর দূরান্তে কখনো যাইনি।
কাল বৈশাখীর ঝড়ের দিনে আম কুঁড়াতে
বর্ষার জলে বিলের দাঁরে শাপলা তুলতে।
বিকাল বেলার সূর্যাস্ত হয় না দেখা এখন
এক সাথে শ্রাবণের বৃষ্টিতে হয়না ভেজা তার সনে।
আকাশ দেখা হয় না অনেক দিন হল
প্রিয়সীর নরম হাতে হাত রেখে যাইনি পুকুর পাড়ে।
এই ভাবে কাটবে আমার স্বপ্নের রঙিন জীবন।