কুৎসিত কীটে ভরে গেছে দেয়ালের আস্তরে বাঁদরামির ছলে দোটানার ফলে
অপ্রেমের নির্লিপ্তির নীলচে আঁচলে মরীচিকার ফাটল ধরেছে
জীবন নদীর বন্দরে
উদ্বেল উৎকণ্ঠার উপকণ্ঠে
অচল অদ্ভুত রক্তগামী সিঁড়ির পাদদেশে অবক্ষয়ের জালবুনেছে
অনুসূর্যের টানে প্রভাবিত হয়ে ত্রিবেদী প্রকৃতির মেঘ জমেছে
উল্কা ভরে স্ফটিক রোদ্দুরে
অনুকূল তরঙ্গের নৈস্বর্গে
শঙ্খের দিগন্তে অপলক চাহনিতে বিষণ্ণলোকী নির্মল নটীর অনুভবে
ক্ষয়িত মিলন নির্বল নিস্তারে ঝরে পরে পালঙ্কের কাঁটার প্রভেন্সে
অস্তচাঁদের বিষাদ অলিভে
নির্ভীক সুপক্ক পরিস্ফুটে
হিল্লীলের আচ্ছন্ন বস্তুপুঞ্জে স্তিমিত নিঃসীম অভিভূত অবিশ্বাসের নরকে
প্রেতনীর ভাঙা কপাটে সময়গ্রন্থি সজ্জন শ্রীমন্ত অঞ্জলির ভাটা পরেছে
গীতহারা নিঃশ্বাসের পল্লবে
তল্লাসের শীর্ণাকাশ অঙ্গারে
টসটসে রূপসীর আরাধনার চৌকাঠে অপরাহ্ণের বান ডেকেছে পৌষের আবগাহনে
দুস্তর লোকোত্তর নিখিলের শ্রেয়তর ভাঁড়ের বহতা সমুদ্রের অন্তিম অবিনশ্বর আঘাতে
মানমন্দির গেছে ধুলোর আঁধিয়ারে
ছেঁড়াফাঁড়া মৌরির ম্লান ডাঁটে
মেরুনিশীথের ভ্রান্তি প্রাদেশিক সমাধির স্বোপার্জিত সলিলের প্রাঙ্গণে উইপোকা বাসা বেঁধেছে
আমার মনের গহিনের অজান্তে নিরুদ্দেশের নির্ধূম উৎসাহে সানাইয়ের সুর তুলেছে অবলীলাক্রমে ।