অনেক কথা ই বলা হয়নি,
তোমার সাথে;
তার আগেই চলে গেলে...
আমি জানি,
একদিন তুমি ফিরে আসবে
ভুল ভাঙবে, দু ভুজে র চুরি ও
হয়তো ;
সেই দিন তুমি আমায় পাবে না !
বড্ড দেরি করে ফেলেছ,
নিজেই নিজের সাথে
দেখবে এসে,
আমি মিশে গেছি সিক্ত সুপ্ত বালি চরে ।