ক্রান্তিলগ্নে বিষণ্ণ নষ্ট প্রহরে দ্বিধাহীন উন্মোচিত অস্থিরতার উৎস ভূমিতে
ধূলি ঝড়ের অষ্টপ্রহরে কম্পিত রূপালি জলের নীল তটের মূলে
অদৃশ্যের খেয়া ঘাটে ,
শূন্য নদীর দেয়াল পেরিয়ে,
অপরাহ্নের ছায়াচ্ছন্নতায় অমাবস্যার অন্তহীন বিপন্ন অন্ধকারে
বীভৎস গোধূলির বিশীর্ণ অভিশাপে ঝড়মত্ত অগ্নিবর্ণের ক্লান্তির প্রান্তরে
নক্ষত্রপুঞ্জের চক্রাকারে,
ভয়ার্ত অদৃশ্য ধূসরপ্রান্তে,
ছন্নছাড়া নিঃশ্বাসে নিঃসঙ্গতার রঙিন উড়ন্ত স্বপ্নবীজের মাঠের কার্নিশে
নিশ্চুপ নিশিকালে গভীর অরণ্যে মায়াবৃক্ষের মর্মমূলে ভ্রূক্ষেপহীন বন্ধ্যা তুষার পাতে
চৈত্র সন্ধ্যায়,
প্রশান্ত শিহরিত পুষ্পের মধুর উপমায়,
তপোক্লিষ্ট অন্তর্ধানের অনিদ্রায়,
অনুপম নিঝুম শূন্যতায় ,
সীমাহীন সুদূরে নিরন্তর তরঙ্গের ফেনিলে
নিঃশব্দ কম্পন জলপুরীর বিষাদের ঝোপঝাড়ে
উল্টাপাল্টা মামুলি স্বপ্নগুলি নোঙর ফেলি উজান ভাটির খেয়াঘাটে
তোমার সন্ধানে মুর্শিদ
শুধু তোমার সন্ধানে ...।