ছাদের কার্নিশ ঘেঁষে পিঁড়ি র মধ্যে বসতে চাই, তোমার সাথে
ভর দুপুরে আবছা বৃষ্টির লগ্নে,উড়িয়ে দিতে চাই,দুমুঠো সিক্ত
প্রেমের শিউলি মালা অক্ষি র ছলে ।
দেখে দেখে মান মন্দিরে কোমল ছোঁয়ায় আঁকতে চাই,তোমার মখমল
উদার উদাসীন মনে রচনা করতে চাই ,তোমার চোখের জলের
কিঞ্চিৎ ফোঁটা যা গড়িয়ে পড়ে চিবুকের নীড়ে ।
আকাশের শুভ্র মেঘের ভেলায় হারিয়ে যেতে ইচ্ছে জাগে,তোমায় সাথে নিয়ে
ঝাঁপ দিতে কামনা বাসনা জাগে,তোমার রূপালি জলের চোখের চাহনি
দেখে দেখে,শুক্তি তুলে আনি নির্ভীক ভাবে ।
রাত জেগে পূর্ণিমার আলো গায়ে মেখে শ্যামা গান ধরতে ইচ্ছে করে, যদি তুমি
পাশে থাকো,কান্তার মরু প্রান্তর পেরিয়ে ঘুরে আসতে অভিরুচি আমার;
যদি তুমি ডাকো আমায় হাতটি বাড়িয়ে ।
বর্ণালি জীবনের রেখা পাত আঁকতে চাই ,তোমার ভালোবাসা নিয়ে
গভীর নিগূঢ় নিখুঁত নিবিড় ভাবনায় ।