সকালের রোদ্দুরে,
ডাকি তোমায় অঞ্জলি ভরে,
দিবে কি দেখা;
শুভ ঊষা লগ্নে ,
মনের সমুদ্দুরের তীর বর্তী অঞ্চলে।