ভাবনা হীন রাতের প্রহরে ,
ডাকি তোমায় একা সংগোপনে
মনের সুনীল আকাশে ।
আসবে কি?
খোঁপায় পুষ্পের মালা গেঁথে,
বাগানের ধারে।
যেখানে ফুটে আছে,
মাধবী শিউলি সুগন্ধি পুষ্প যুক্ত কন্দ
ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছে,
আপন সুখে ।
খেলা করে জোনাকি পোকা
তোমার আসার অপেক্ষায়,
শব্দহীন নির্জনে ।