ভালোবাসি তোমার অনিন্দ্য সুলোচনের মধ্যমণি
ভালোবাসি তোমার সমুৎসুক হৃদয়ের চৌকাঠ
ভালোবাসি তোমার অনাড়ম্বর কাঁচা সুপ্ত ঠোঁট
ভালোবাসি তোমার সুকোমল সুদৃশ্য সুকেশী
ভালোবাসি তোমার সুতীব্র সুবিন্যস্ত চিবুক
ভালোবাসি তোমার মুখের উচ্চারিত সুবচনী
ভালোবাসি তোমার চিত্তাকর্ষক শিঞ্জনের সিম্ফনি
ভালোবাসি তোমার সুচারু সুদৃষ্টি র অপলক চাহনি
ভালোবাসি তোমার সুপ্রসন্ন সৌম্য সৌকুমার্য
ভালোবাসি তোমার সুশোভিত সু সংহত সুস্মিতা
ভালোবাসি তোমার সুশ্রাব্য সুশ্রী সোরগোল
ভালোবাসি তোমার মনোহারিতা সোনালী সোনামুখী
ভালোবাসি তোমার মিহি সুষ্ঠু লাবণ্যে র সুস্নিগ্ধ ভ্রূ
ভালোবাসি তোমার সুরম্য সুমিষ্ট মনোহর সু পক্ব সুরেলা
ভালোবাসি তোমার ঝানু ঝুনা টাটকা ডাগর নীরস সুনসান
ভালোবাসি তোমার সুগম্য সুনিপুণ নিক্বণে র ধ্বনি
ভালোবাসি তোমার সিক্ত রাঙা ভুজে র চুরি র কণকণ
ভালোবাসি তোমার হিঙ্গুল রঙের ফিনফিনে শাড়ির আঁচলের হিল্লোল
ভালোবাসি তোমার হিজিবিজি পরিহাস পটু লালিত্য লালিমা চলার গতি পনা
ভালোবাসি তোমার লীলায়িতা লালচে লাজুক লকলকে শিথিল ওষ্ঠ রঞ্জক ।