অন্তিম নিদানের কালে -
শেষ গোসলের পর
মদিনার ধূলি
আমার প্রতিটি অঙ্গ -পতঙ্গে
ভালো ভাবে মেখে দিও
এটাই শেষ ইচ্ছা
আর কিছু চাই না -
তোমাদের কাছ থেকে -ওহে আমার সাথীগণ
ওগো মায়ার নবী আমার
মোর কাঁচা দেয়াল ভাঙার আগে
আসিও তুমি শিথানের নীড়ে –
আদর করে কাছে নিয়ে করে দিও পার
ওই কঠিন পুলসিরাত
প্রগাঢ় ভালোবাসা – সর্বোচ্চ মর্যাদার আসন
রেখে গেলাম তোমাদের তরে-
ভালো থেকো জগতের সকল প্রাণী।