কোথায় চলেছো পতাকাধারী যুবক সম্প্রদায়
ভেবে কি দেখেছো যাচ্ছ কোন দিকে
দাবানলে হয়েছে ছাই পূর্বের ঈশানে অতীত হারিয়ে
ছুটে চলেছো শূন্যের তীরে ।
ব্যথায় ভরা বুক আজ আমার পায়নিকো সাড়া
কোনো খান থেকে মিশে গেছে তপ্ত বালির মাঝে অবেলায়
কি শোনাবো তোমাদের দুঃখের কথা
শ্রাবণ ধারায় বয়ে যায় কূল হীন দরিয়ায় নিভে গেছে আশার আলো ।
মাস্তুলে বসে ভাবি রাত্রি নিশিতে একলা বিহনে
নদীতে ঢেউ উঠেছে হতভম্ব হয়ে
নৌকা চলে উলটা পথে নিশানা হারিয়ে হতাশার জ্বালা নিয়ে
ফিরে পেতে চায় তার স্রোতের দ্বার ।
ফেরত আসতে পারতেছে না কোন প্রকার ভাবে
অতল সাগরে ডুবে যাচ্ছে মিট মিট করে
দূর থেকে চেয়ে থাকি কেউ আসে কিনা পাল উড়িয়ে দিতে
যাতে করে পৌঁছাতে পারে তরীর পাড়ে।