অনেক আগে চলে গেছো আমায় ছেড়ে নিখুঁত ভাবে
ছলে বলে কলাকৌশলে বসন্তের শিশির ভেজা
পথ দিয়ে সেই কবে গেছো মনে নেই
এখন ।
যাবার বেলা একটি কথা বলে ছিলে ফিরবে কবে তা বলা যাচ্ছে না
আপাতত এইটুকু থাক,দেখি যদি সময় করে আসা যায় কি না
কিন্তু কোন প্রকার আশার বাণী দিতে পারবো না
ঠিক আছে ?

তবে মূল্যায়ন করে দেখতে পারি সঠিক দিন কোনটা
পরে ভেবে চিন্তে একদিন চিঠি পাঠিয়ে দিব
সত্য যে কথা টি সেই টা হচ্ছে
আসব না ।
ভাবনার আকাশটা দুঃখের নদীতে ভেসে গেছে এক যুগের ব্যবধানে
বিষণ অতল স্পর্শী দেহ খানি বিলিয়ে দিয়ে কিছু নেই আমার
কাছে,শুধু একটু আধটু পড়ে আছি বিষাদের জ্বালা বুকে
নিয়ে।

অনেক পরিবর্তন আসছে তোমার মধ্যে যা আগে কখনো
আমি দেখতে পাই নি , যার ফলে অত্যাধিক মাত্রায়
উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে ,মনোযোগ সহকারে
খেয়াল করে দেখো কি করেছো আমার
জন্যে।
ম্যাপে দেখতে পারো অনায়াসে ইতিমধ্যে দুজনের দূরত্ব কতটুকু
অদ্যবধি পর্যন্ত ,সব কিছুর একটা ভারসাম্য আছে
আবশ্যক কারন সমূহ খুঁজে দেখতে পারো
তাই না ।

উড়নচণ্ডীর মতো কথা বললে তো হবে না , সেই জিনিসটা তুমি
বুঝও কনিষ্ঠ তম জ্ঞান থাকা তো দরকার, অভিধান
পড়াইয় লাভ আছে কোন
নাই।
অনুকূল প্রতিকূল দুই টাই আমি চাই,যাইহোক তুমি ভালো থাকো
আমি চাইবো , রক্তিম দিন গুলি তোমার অপেক্ষা করছে
উন্মুক্ত করে দিয়ে যাচ্ছি
একদম ।

দেখা হবে না কথা হবে  মাঝে মধ্যে পারলে চিঠি দিও রঙিন খামের
মধ্যে করে ,এইটুকু তো চাইতে পারি তাই না ?
ভালো  থেকো  কোন একদিন আসতে পারি তোমার বাগানের চারিপাশে
নিড়ানি দিয়ে রাখিও,
বিচক্ষণতার সাথে ।