একবার ডাক দিয়ে দেখো আমায় কিভাবে ছুটে আসি
তোমার কাছে জ্যোৎস্না রাতে ।
একবার দরজা খুলে বসে থেকে, আমায় ডাকো আমি আসবো
উঠোন জোড়ে বেলি ফুলের মালা নিয়ে ।
একবার জানালার ধারে বসে আমায় ডাকো ঠিক আসবো
কোমল ছুঁয়া দিতে তোমার নীড়ে ।
একবার পুকুর পাড়ে ডালিম গাছের নীচে বসে ডাকো আমায়
সব কিছু ফেলে রেখে আসবো তোমার কাছে ।
একবার ডাকো আমায় নদীর ঘাঁটে দাঁড়িয়ে জোয়ার ভাঁটার সময়
আসবো আমি গোধূলির রঙ ছড়িয়ে তোমার নিকটে ।
একবার ডাকো বিকেল বেলার উষ্ণ রোদে মাঠের কোনে
আসবো আমি মেঘের বালিকা কে নিয়ে ।
একবার ডেকে দেখো আমায় শ্রাবণের উত্তাল হাওয়ায় পাহাড়ের চূড়ায়
আমরণ পাখি হয়ে আসবো তোমার শিয়রে ।
একবার তোমার ডাক পেলে আসবো আমি সীমাহীন খাঁ খাঁ মরূদ্যান
পাড়ি দিয়ে তোমার বাগানে ।
একবার ডাক দিয়ে দেখো একলা দুপুরে নির্জনতার বনের মাঝে
এক পলকে আসবো আমি তোমার কাছে ।
একবার ডাকো আমায় তোমার কষ্টের দিনগুলোতে বদ্ধ ঘরে
সুখের দিন নিয়ে ফিরবো তোমার ধারে ।
একবার ডাকো আমায় তোমার কাছে সকাল বেলার উষ্ণ শিশিরে
দেখো আসবো আমি তোমার মৌনতায় ।
একবার ডাক দিয়ে দেখো আমি কত টা আগ্রহী তোমার প্রতি
কত টা কাঙাল হয়ে বসে আছি তোমার ডাকে র অপেক্ষায়
কখন তুমি কড়া নেড়ে মনের গহিন থেকে ডাকবে আমায়
আর আমি শব্দের অধিক গতিতে তোমার কাছে পোঁছাবো
সেই দিন তারিখ আঁকি ক্যালেন্ডারের পাতায় মনের অনলে ।