উত্তাল সময় - বয়ে চলছে ক্ষুধার্ত শহরে
নিকোটিন কারফিউ- সাম্রাজ্য বিশ্বায়ন
অপ্রতিরোধ্য আগ্রাসী - আধুনিক প্রক্রিয়া
একক শক্তির অন্তর্দ্বন্দ্ব ইদানীং রাজনীতি
বহুকেন্দ্রিকতা - সংঘাত বিশ্ব
সংস্কৃতির জাঁতাকলে
-ভবিষ্যতের সমাজ
আগামীর পথ হারায় বর্বর ভার্চুয়াল উজ্জীবিত গাঁথুনি
উগ্র অর্থনীতি হাওয়ায়-
উড়াল রুদ্রাঞ্চল হঢ়হড়িয়ে বিষাদ- নিষাদ
নামায় - কালের অভিসম্পাত ললাটে
স্পর্ধায় ভাঙার শব্দ শোনা যায় - অক্ষম বীজতলায়
বিষদাঁত জলরঙ-
ন্যায়বিচারকে দূষিত করেছে যাপিত বারুদ
মুখোশধারী শোষক - পাগল রাষ্ট্রীয় মাথা
নাড়িছেঁড়া আনন্দ মিশে যাচ্ছে -
শিকারি নদীর ধারে
জমাটবদ্ধ গেমখেলা অজীর্ণ যান্ত্রিক বিষ্ফোরিত
কাঠখোট্টা চাতুর্য -অধিপতিদের নিকট
আহ! দাম্ভিক স্বাধীনতা দিয়ে কি হবে-
যদি বুনোহাঁসের পাখায় অযোগ্য দেশ
-সেবক বসে
যেমনটা-
কাঁটাতারে ডুবসাঁতার বেওয়ারিশ মানবতা
মুখ থুবড়ে
-মাটির গহ্বরে
অক্সিজেন টানে ঘুণপোকার অর্ধশত যৌবন ধরে
প্রণয় সুধা অন্তঃসারশূন্য হয়ে
নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দেয় শাসকদের চরাচর মাঁচায়।