ঘুরতে ইচ্ছে করে বহুদূরে অজানা কোন এক শহরে
ঘাস ফড়িংয়ের ডানায় চরে সবুজের
শস্য ক্ষেতে।
ভাবতে ইচ্ছে করে কোন এক সাগরের ধারে বসে
রঙচ্ছটা দিন গুলো নিয়ে গভীর ভাবে
মেঘলা ক্ষণে ।
স্বপ্ন দেখতে ভালো লাগে অধীর আগ্রহে রাতের অন্ধকারে
বিরহের মালা গেঁথে প্রিয়সীর জন্যে
অপেক্ষায় থাকা ।
পাখির মত ডানা মেলে উড়তে ইচ্ছে করে বৃষ্টির দিনে
হালকা মৃদু বাতাসে ঘনঘটা আকাশের
বাড়ীর ধারে ।
পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে খুব ইচ্ছে করে বিকেল বেলা
যদি আসে কেউ একজন কষ্টের
গান নিয়ে।
বাউল শিল্পী হতে চাই, যাতে করে গাছের নীচে বসে বিভিন্ন
ধরনের ভাটিয়ালী,লালন গীতি পরিবেশন
করতে পারি ।
নৌকার মাঝি হতে বড় শখ জাগে,যাতে করে পাড়ি দিতে
পারি, মহা সমুদ্র লোনা জল
একা একা ।
সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতে চাই রাস্তার ধারে ধারে সঙ্গী বিহীন
মাতলামি করে শুয়ে থাকবো জরাজীর্ণ
ভাবে মাটির ধুলোয় ।
বাঁশির সুর হতে ইচ্ছে করে, যাতে বাঁশিওয়ালার সুরেলা টানে
মানুষ মগ্ধ হয়ে তাকে কিছু পরিমাণ
উপঢৌকন দিতে পারে ।
প্রিয়তমার হাত ধরে দূর বনে বাসর সাজাতে ইচ্ছে করে
পিছুটান থাকবে না ওই স্থানে
থাকবো দুজনে ।
বাগানের ফুল হতে ইচ্ছে আমার কৃষ্ণচূড়ার ডালে ফোটে
থাকবো নিবিড় মনে গভীর ধ্যানে
পাতার নীড়ে ।
উদাসীন পথিকের পথ প্রদর্শক হতে চাই জ্যোৎস্না রাতের
আলোর রেখাতে ভোর বিহনে সূর্য্যি মামা
জাগার আগে ।
কুমারী মেয়ের হাতের কলস হতে খুব ইচ্ছে করে রাত দুপুরে
নদীর ঘাটে,জল নিয়ে আসবে ফিরে
বাড়ীর ধারে ।
ঘুরতে ইচ্ছে করে অনেক জায়গায় তোমায় নিয়ে উদ্যানের
ধারে বয়ে চলা খালের পাড়ে বিলের ধারে
নদীর ধারে চলন্ত স্রোতের মাঝে ।
আশা আছে মনে অনেক হবে কি পূরণ কোন সময়ে
সবই তো ছলনার ঘুড়ি,উড়ে চলা আকাশ পাণে
নাটায় ভরা সূতা।