ছন্দ হারা পৃথিবীর বুকে অজানা কালো স্রোত
স্নিগ্ধ শিশির ভেজা অম্লান ছুঁয়ে দেখা পথ।
রূপসীর আঁচল দখিনা হাওয়াতে এলোমেলো চুল
ঊষার লগ্নে সিক্ত কল্পিত রাঙানো প্রেম।
যাযাবরের রং তুলিতে আঁকা প্রাচীর হীন গল্প
কল্পনার জগতে হৃদয়ে ভেসে থাকা এক পদ্ম ।
চিত্তের মন্দিরে জেগে ওঠা অসীম ভালবাসা
নদীর দীপ্ত রেখায় অশান্ত গহিনের পাপড়ি।
সীমাহীন পথ চলা ঝড়ের রূপ হীন রেখা
চাঁদের প্রহরে শুভ্র মেঘের আড়ালে ক্ষিপ্ত সুখ।
কষ্টের জলে ফুটে থাকা বিষন্ন আলো
হাজারো জ্যোৎস্নার রূপের বিমুগ্ধ প্রদীপ রেখাতে..।