উর্বর জমি আছে একটা হিয়ার ভিতরে অনেক গভীরে
হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারো নরম স্পর্শে ।
উর্বর পলি মাটি আছে দেহের মাঝে অনুক্ষণে
খুঁজ করে নিতে পারো মালিকের কাছ থেকে ।
উর্বর স্বচ্ছ উপযোগী পূর্ণ অনাবাদী জমি পেতে পারো মৌনতায়
যেখানে চাষ করতে পারবে ইচ্ছে মত মনে যা চায় ।
উর্বর পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ পাবে হৃদয়ের নীড়ে
খেলা করতে পারবে প্রাণ খুলে রঙিন ঘুড়ি উড়িয়ে ।
আগাছা মুক্ত একটি বাগান পাবে আমার কাছে
নিড়ানি দিতে হবে না সেখানে ফুল ফোঁটবে এমনি তেই ।
বিশুদ্ধ বায়ু আবহাওয়া প্রতিকূলতার অনুকূলেই থাকবে সেখানে
চিন্তা করতে হবে না কোন প্রকার ওই স্থানে ।
উষ্ণ শিশির ভেজা ঘাস মেঘলা আকাশ পাবে ঐ কুঠিরে
বসত বাড়ি করে থাকতে পারবে নিরালায় নির্জনে একাগ্রচিত্ত।
বিশাল সমুদ্রের স্রোত দেখতে পারবে হৃদপিণ্ডের অস্তিমজ্জায়
সাঁতার কেটে নৌকায় চড়ে পাড়ি দিয়ে উঠবে অতল কূল কিনারায় ।
পাবে উর্বর ইঞ্চি ইঞ্চি পরিমাণ সোনালী রক্তিম গোধূলি বেলা
ঘুরে বেড়াতে পারবে সন্ধ্যার লগ্নে প্রতিটি জায়গায়,প্রতিটি মুহূর্তে আনন্দের সাথে ।
পূর্ণিমার আলোয় আলোকিত করতে পারবে নিজের স্বপ্ন গুলো কে অনায়াসে
যদি আসো বদ্ধ ঘরে কষ্টের ভেলা ভূমি নিয়ে মনের রঙ তুলিতে ।