রোজ বিকেলে তোমার ছাদের দিকে,
তাকিয়ে থাকি আনমনা হয়ে।
যখন রোদ্দুর হেলিয়ে পড়ে
পশ্চিমের আকাশে নিস্তব্ধ মনে ।
আপন চোখে নিবু-নিবু ভাবে চেয়ে থাকি ,
সূর্যের লাল আভার দিকে ।
সারাদিন রোদের তাপে পুষ্পের বৃক্ষ গুলি,
নিথর হয়ে পড়ে আছে
ধুতরার ছায়ার নীড়ে ।
অপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি,
তোমার আসার পথের দিকে চেয়ে ।
মেঘাচ্ছন্ন সু নির্মল আকাশ বিষাদে ঢেকে গেছে
আজ;
কেমন জানি,
অন্যরকম লাগে প্রকৃতির পরিবেশ ।
কষ্টের দীঘির পাড়ে,
তরঙ্গ উঠে গভীর ভাবনায় ।
তারপরে ও ,
আমি তাকিয়ে আছি ,
তোমার একটু চুলের আঁচল দেখার জন্যে ।
তোমার নিখুঁত কাঁকন চুড়ির কণকণ সিম্ফনি শুনার জন্যে
কতদিন ধরে আমি চেয়ে আছি ,
নির্ভীক চিত্তে ।
রোজ রোজ নিজেকে পরিপাটি করে,
ছুটে যাই খোলা ছাদের নীড়ে
শুধু একটি বার তোমায় দেখবো বলে ।
কত বার বৃষ্টির জলে ভিজিয়েছি
এই দেহ পিঞ্জরের শূন্য খাঁচাটিকে,
আর কত জলে,
ভিজিয়ে নিজে কে সাজিয়ে রাখবো
আর কত কাল এই ভাবে,
চেয়ে থাকবো;
অপলক দৃষ্টি দিয়ে,
তোমার অপেক্ষায় ।