প্রিয়া যে আমার সই,
তারি সাথে চুপি চুপি,
হৃদয়ের কথা কই।
প্রিয়া যে আমার সাথী,
জীবন পথে কাটাতে আঁধার,
সে যে আমার  বাতি।
প্রিয়া যে আমার মন,
আপন করে ভালোবাসি,
তারে সারাক্ষণ।।