ধূপকাঠি - দুয়ার জুড়ে দাউ -দাউ করে জ্বলে
অভাব প্রেমের টানে - সংসার দ্রব্যমূল্যের
-এপিঠ- ওপিঠ
নির্মম পরিহাসে-
নিঃশ্বাস আটকে গরিব - মধ্যবিত্ত পরিবার আনন্দমুখর
কি হবে দেশের এতো কিছু থেকে...
যদি-না মানুষ দুমুঠো আহার ক্রয়ক্ষমতার সাধ্যের
- বাহিরে চলে যায়
তালগোল পাকাইয়া দেশটাকে দিচ্ছে ডুবাই -
এই কি স্বাধীনতা!
যে সমাজে বুকফুলিয়ে সত্য কথা বলা যায় না-
কিছু বলতে গেলেই উধাও-
চরম দুর্দশাগ্রস্ত সবুজ বাংলা ভূমি-
বাজার করে শান্তি ভাবে খেতে পারছেনা -
ঊর্ধ্ব দ্রব্যমূল্য
কীটনাশক ব্যবহার- হাইব্রিড ফসল
বিশিষ্ট রাজনীতিকবিদ - এইসব বেড়েই চলছে
প্রকৃতি বন্দনা-জলবায়ু পরিবর্তনের মত ইন্টেলিজেন্স
বলে একটা করে আরেকটা-
আর প্রগতিশীল ব্যক্তিবর্গগণ এসিরুমে ঘুমায়-
ক্লান্ত - শ্রান্ত কুকুরের ন্যায়
মনে চায়- লাথি মেরে শালারপুতদের
কোমর ভেঙে দেই-
মাটি - মানুষের বন্ধু হয়ে না থাকতে চাইলে
জঙ্গলে গিয়ে - মাছিমারার ভোট গণতন্ত্র কর-
মামুলি কালচার - স্বপ্নগুলি ফুটে উঠক
-সবার চারিপাশে
জীবন শৃঙ্খল - স্নিগ্ধতার
পৃষ্ঠাগুলো মার্জিন টানুক সুখের দহনে- দরজা অবধি।