আলোড়িত বৃষ্টি দেখে আমি মুগ্ধ
উদাসীনতার আঁচলে পড়ে হয়েছি আমি ক্ষুব্ধ
বাসন্তী লতা গা এলিয়ে দিয়েছে পাড়ার মান্দাল গাছের কাঁটার মধ্যে
সুড়সুড়ি পেয়ে সে হয়েছে খুশি
আমি হয়েছি বেজার পাড়া প্রতিবেশীর ভয়ে
মন ডেকেছে ঝাউবনে
আড়ালে সাড়া দিয়েছে বিজলী রাণী মৌ মাছির টানে
প্রেমে পড়েছি আমি আদিম যুগের বানে
সিক্ত মৌনতার ঘ্রাণে।