পূর্ণিমার রাত্রির আঁধারে দেখেছি তোমায়
অপলক চোখে তাকিয়ে আছি তোমার দিকে।
শাড়ির আঁচল উড়িতেছে নির্জনের নিস্তব্ধতায়
নীলাভ ওড়না টা ভেসে মৃদু ঘ্রাণ ছড়াচ্ছিল।
হঠাৎ আমার হৃদয়ের কম্পন বেড়ে গেল
অমত্ত অস্পষ্ট কণ্ঠে বলতে গিয়েছি তার নিকট।
হাতের ইশারায় বলে ভালবাস আমায় ...খুব
স্পর্শ করোনা কোমল অভ্যন্তরাভিমুখে ঝরে যাবে ফুল।
রিক্ত হস্তে বহুদূরে ঘর বাঁধবো তোমার অভিমুখে
যদি আসো আমার মন্দিরে প্রেমের নীল দরিয়ার মাঝে।
যখনই এগিয়ে যাই তার শিয়রে চুলের ঘ্রাণে মন ছুঁয়ে যায়...।।