বাহিরে রোদেলা বৃষ্টি হচ্ছে মনের চৌচালা ঘরে
হাঁকছে সৌদামিনী
কটকট ভাবে,
চলো এখুনি ভিজি দুজন মিলে ...
নদীর ঘাটে গিয়ে
একটু বসি ,
হিমেল হাওয়ার সাথে
উড়ে যাবে পাখির ঝাঁক;
দেখবো জলমগ্ন থেকে দুজনার চোখ দিয়ে
তের নদী পাড়ি দিয়ে
পুষ্পসৌরভের রাজ্যে যাবো গিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালবো
তুমি আর আমি;
অষ্টধাতু র মালা গেঁথে দিব...
তোমার গলায় ফুল কুমারীরা রাতকানা হয়ে ঘুরবে
বনের ধারে ধারে,
মৌমাছির ন্যায়,
বৌভাতে বসবো,
দুজন মিলিয়া চুপিসারে ,
অরুণ রাঙা প্রভাত এসে পড়বে
তোমার চিবুকের নবরত্নে হেসে হেসে
হরিণ চপল হতশ্রী হয়ে,
খোশমেজাজে হিমাচলের দিকে ছুটে যায় ব্যাকুল চিত্তে
মিতালী মধুর মৌনতায় উপনগরী উপশহর উপকূল পাড়ি দিয়ে
উপবন উপসাগর বেঁধ করে
উপদ্বীপে স্বরসতী ভাগীরথীর উঠোনে গিয়ে
দু জনায় অহোরাত্র কাটিয়ে দিব
অত্যন্ত জ্বলজ্বল টীকাটিপ্পনী দিয়ে
চলো এখুনি চলো
মৃদু মৃদু রোদেলা হাওয়ার তরে
ডানা মেলে উড়ে যাই পঞ্চনদের কূলে।