মহাকালের পথে ছুটে চলছি,নিরন্তর...
কালের খেয়া ঘাট পেরিয়ে
অসীম অন্তিম দিগন্তের সীমানা পাড়ি দিয়ে,
মহা মিলনের লক্ষ্যে।