ভেজা দুঃখের ঠোঁটে সুখ খুঁজে স্বার্থরক্ষা প্রেমিক
ইথারে - ইথারে অগণন কাঁটার ভাঁজে
কালো শামুক হাসে শরমগন্ধ মেখে-
ক্লান্তির মরীচিকা নিতান্তই ছুটে চলে
-রাফখাতার সুধাচম্বুনে
অনাথ রসপ্রধান শিল্প কর্মের ছাপ হাঁটে
বেগানা নারীর নাভির তটে -আহ! কি শিহরণ
অর্ধশত জনম গেল-
প্রকৃতির সম্পর্ক খুঁজতে - খুঁজতে অনন্য রূপ
দেখতে - দেখতে কি যে বেদনা
কাঁদায় মনকে
-তেজপাতার করিডোরে
কামনায় চিঠি পাঠালাম উড়ো মেঘের বানে
স্কলারশিপের ভিত্তিতে অনুভূতির সুলভমুল্যে
শূন্যের ভেতরে-
অদৃশ্য দীপ্ত আভাময়
যতসব! অবগুন্ঠন রঙের ফানুস তন্ত্রযোগিনী
ভ্রাতৃত্ববোধ শীতল প্রজন্ম
ঔদ্ধত্য সোঁদামাটি উত্তেজনায় মাখে
রূপান্তর মনকাড়া স্নানে
নিষ্কন্টক কমার্শিয়াল গ্যারেজে।