নিখুঁত প্রেমের ঘাট বেঁধে দিব
তোমার আঙিনায় ।
কাঁচা রঙে ভরিয়ে দিব
তোমার কোমল পাণি ।
আঁকাবাঁকা রেখা টানবো
তোমার হৃদয়ের গভীরে ।
পুথি র মালা গেঁথে রাখবো
তোমার জন্যে ,ভোরের বাগান থেকে ।
আঁধার ঘরে প্রদীপ জ্বালাবো
তোমার ডাকে র আভাষ পেলে ।
ফোঁটা ফোঁটা শিশির জলে
তোমায় ভেজাবো নিঃসংকোচ মনে ।
বাঁশঝাড়ের মাথায় পূর্ণিমার আলো
এনে দিব ,তোমার ইঞ্চি ইঞ্চি আহ্বান পেলে ।
খাঁচা ভেঙে ময়না পাখি তুলে এনে দিব
তোমার তৃণ ভূমিতে ।
ঝাঁপ টি মেরে আসবো আমি;
তোমার অনুলিপি ভুজে পেলে ।