খুঁটি ধরে দাঁড়িয়ে আছি অকুল দরিয়ার মাঝে
মায়ার নজরে ছায়ার নজরে যদি করেন পাড়
তরানে ওয়ালা নবী দোস্তখোদা
নিরর্থক জীবন নিয়ে পরে আছি
- নিষিদ্ধ জঙ্গলে একাত্মবোধে
এক ফোঁটা প্রেম ভালোবাসা পাওয়ার লক্ষ্যে
হে মোর প্রিয়তম নবী মুস্তফা
ঢেউ স্বপ্ন নিদানে সরকার বাড়ির গোরস্থানে
ধোঁকার ছলনার খেলাঘরে
-ঘন আকাশের নিচে
দিগন্ত উন্মোচন করতে
আইসেন নবী কামলি ওয়ালা শিথানের নীড়ে
আমি যখন অনন্তপুরের মাঠে মসজিদের খাটে
থোকা থোকা আলপনায়
-জলেভেজায় শুয়ে থাকব নিরবধি
নিষ্ফলা বৃত্তে আঁধার অপচ্ছয়া ঘিরে রাখবে যখন
তখন ক্ষণিকের সময়ে-
আসবেন নবীই আজম রাহমাতাল্লিল আলামিন
কাঁধে তুলে নিয়ে যখন হাঁটবে নামাজিগন
-অনন্তপুর সড়ক দিয়ে
শুকনো কাষ্ঠ হাওয়ায় ভাসবে আমার দেহ তরী
অরণ্য গাঁয়ের পরিত্যক্ত আসক্তির বাদলা তটে
গোপন প্রেমের তানে
- দীপ্তি রোশনিতে
আইসেন নবী আমার মহাগ্রন্থের চিরন্তন বাণী বাহক
ধুঁধুঁ বালিয়াড়িতে থাকব আমি তোমার পথ চাহিয়া
মিনতির ফুলঝুরি নিয়া।