স্বপ্ন আঁকো সুগন্ধীময় বাসন্তিক খেয়া ঘাটে
অহর্নিশ দিগন্তে স্মৃতিদের হৃদয়ে-
অন্তর্কথন সাবলীল জলস্তম্ভ মেঘল
পালক উড়িয়ে যাক -
আয়নার গভীর জল তরঙ্গে ভীষণময়ে
বড্ড অভিমানীতে-
বিরহী পাতায় রেখাপাত টানে থোকা - থোকা
স্পর্শের ছোঁয়ায় -
তৃষ্ণায় বুক কুঁকড়ে কাঁদে ভিনদেশী প্রেয়সীর টানে
দূর থেকে শুধু বলে আসবে কাছে
চুম্বনের হাওয়া ঢালতে-
যতসব চাওয়া-পাওয়া রঙিন করেছি
অগোছালো মনের আবেগে
এখনো গোলক ধাঁধার মাঝে সংসার করি
সরনহীন শূন্য অদৃষ্টে-
নিষ্ফল দহন অচলন্ত মৌলিক নির্যাস
ঝিরিঝিরি প্রদীপ খোঁজে-
বিচ্ছুরণের রক্তের বিকট পাড়াগাঁয়ে
        -অন্তিমতার পেইন্টিং ছড়ায় ভ্রান্তির ছলনে।