নিখোঁজ হবো একদিন অস্তমিত নিস্তব্ধ থমথমে ভ্যাবাচ্যাকা
নির্জন ঝর্ণার মাঝে জোয়ার ভাটার করাল ছোবলে নিম্ন ঘোলাজলে
তর্জনে গর্জনে
জনশূন্য বিলীনে
অদূর স্পর্শহীন জমাট বাঁধা স্তুপীকৃত চটচটে চিতপটাং অপদস্থ
প্যাচপেচে মাঠের দূর্বা ঘাসের উপর লেপটে আতঙ্কের বিছানায়
নষ্টামির বুলেটে
মেঘনিবিড় প্রহরে
প্রিয়তমার ঠোঁটের ছলাৎছলাৎ লাল টুকটুকে উষ্ণ অঞ্চলের চরে
কাঙ্ক্ষিত মৌনতায় সিগারেটের ধূমায়িত ভাঙাচোরা বাসভূমে
কষ্টের স্মৃতিতটে
নিঃশ্বাসে প্রশ্বাসে
আকর্ষণের সঙ্গোপনে তরঙ্গের জলযানে নিঝুম মাটির প্রান্তরে
ছিন্নভিন্ন মাতাল ভ্রমণে মধুরিমার রহস্যলোকে অলৌকিক পর্বতে
রৌদ্রজলে বনবাদাড়ে
অগোচরে নদীরতীরে
গভীর অনুতাপে অনন্তের আরাধনায় মন্ত্রধ্বনির অন্তরালে উষ্ণীষ
বিভ্রমে গোধূলিবেলায় মেঘের ডানায় নক্ষত্রের অরণ্যরোদনে
ভয়ঙ্কর দৈত্যের টেলিগ্রাফে
ডাইনীর পৌরপথে
চক্রান্তের চক্রাকারে কালের ফুঁৎকারের টানে উদ্ভ্রান্ত গাঁজলে
জায়নামাজের চুম্বনের আন্ধারে ধ্বংসের পদতলে তীক্ষ্ণ শোণিতে
বিনষ্টের প্রচ্ছন্নে
দুষ্টের জংশনে
আদিম বর্ষণের কর্ষণে উদ্ভাসিত জোনাকির কড়িকাঠে থুবড়ে গলে
ক্রমাগত মিশে যাবো অজানা উড়ন্ত নীলিমার অঙ্গ রাজ্যে দাপাদাপির তৃষ্ণার ছলে ।