কিয়দ্দূরে -------
দমকা হাওয়ায় উড়ছে,
তোমার নীল রঙের দোপাট্টা;
মেঘের সাথে পাল্লা দিয়ে যাচ্ছে,
স্মৃতির প্রান্তর পেরিয়ে--------
সুখের কান্তা রে।
পায়চারি র ছলে শাড়ির ঢেউ তুলে,
স্বপ্নের চিলেকোঠায়;
নিভাঁজ উল্লাসে।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.