চার বেহারার পালকি বানিয়ে নিবে তোমায়
অজানা এক জগত বাড়িতে রেখে আসবে।
ফিরে আসা হবে না আর এই শহরে
স্মৃতি গুলি ঝরে বর্ষার ফোয়ারার উষ্ণ ধারা।
আদর করে রেখে ছিলে চিত্তের গভীরে
ভেবে ছিলে বালি চরে মিশে যাবে নিজের অজান্তে ।
থাকবে তুমি নিরবধি অসার ধারায় নিশ্চুপ নিরালায়
কেউ ডাকতে আসবে না ঐ গোরস্থানের বাঁশ বাগান ।
মিছে কেনো ছুটে চলেছো পৃথিবীর মায়া জালে
প্রদীপ নিভে যাবে একদিন অসময়ে পড়ন্ত বিকালে
দিতে হবে সব কিছুর অবসর নিতে হবে ছুটি।।।