বুকের ভিতর টা;
দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে ,
শুধু তোর জন্যে ;
মনের করিডোরে,
তোকে খুঁজে খুঁজে বেহুঁশ-ব্যাকুল;
আর তুই;
আমার সাথে দূর থেকে-----
চোখের চাহনিতে, লুটোপুটি খেলে যাচ্ছিস,
নিরন্তর ।