আমি চাই বাঙালী মেয়েদের সাজে সাজো
নিজ হাতে পদ্মার ইলিশ মাছ বাজো ।
পহেলা বৈশাখীতে বট মূলে বসো
সারাদিন পান্তাভাতে পার্কে ঘুরা ঘুরিতে থাকো ।
বসন্তের দিন ফুলের মালা পড়ে হাঁটো
ফাগুনি পূর্ণিমা রাতে লাল মেহেদি বাঁটো ।
বর্ষার ভর দুপুরে বিলের মাঝে শাপলা তুলো
ঝিরি ঝিরি হাওয়ায় নীলাভ উর্ণা উড়িয়ে দাও আকাশের নীড়ে।
শ্রাবণের দিনে মেঘলা ক্ষণে স্মৃতি গুলি মনে পড়ে ব্যাপক হারে
নৌকা চলে উলটা দিকে মনের মতো করে জোয়ার ভাটার তীরে।
শীতের আভাষে পাতা ঝড়ে অযথা গাছের ডাল পালা হতে মনের সুখে
শিশির ভিজে গাছের ডগায় পথ – ঘাট হয় একাকার এক নিমিষে ।
মন করে উথলা উথলা কণ্ঠে হাহাকার বাজে শুকনো পাতার তরে
কোন এক কুমারী মেয়ের আলতো ভালোবাসার উষ্ণ আদরের জন্যে ।।