আমি তো ভালোবাসতে চাই নি,
তুমি আমায় ভালোবাসা শিখিয়েছ ।
আমি তো ঘর বাঁধতে চাইনি
তুমি আমায় ঘর বাঁধা শিখিয়েছ ।
আমি তো প্রেম করতে চাই নি
তুমি আমায় প্রেম করা শিখিয়েছ ।
আমি তো ফুলের ঘ্রাণ নিতে চাই নি,
তুমি আমায় নিতে শিখিয়েছ ।
আমি তো পুকুর পাড়ে বসতে চাই নি,
তুমি আমায় বসতে শিখিয়েছ ।
আমি তো নদীর ঘাটে যাই নি, কখনো;
তুমি আমায় যেতে শিখিয়েছ ।
আমি তো পূর্ণিমার আলো দেখতে চাই নি,
তুমি আমায় দেখিয়েছ ।
আমি তো মেঘলা আকাশ দেখতে চাই নি,
তুমি আমায় দেখতে বাধ্য করেছো ।
আমি তো চিঠি লিখতে চাই নি,
তুমি আমায় শিখিয়েছি ,কীভাবে লিখতে হয় ।
আমি তো গোধূলি বেলায় হাঁটতে যাই নি,
তুমি আমায় যেতে বলেছ
আমি তো মাতাল হই নি,
তুমি আমায় উন্মাদ,মাতাল পাগল বানিয়েছ ।
আমি তো মালা গাঁথতে জানতাম না,
তুমি আমায় পুষ্পের মালা,কীভাবে গাঁথতে হয়,
শিখিয়েছ দু হাত দিয়ে ।
আমি তো গাছের নীড়ে বসে গল্প শুনি নি
তুমি আমায় শুনিয়েছ,
অকপটে নিজ মনের বিশদ প্রেমের গল্প ।