ক্রোধোজ্জ্বল মুখমণ্ডল জলতলে
কোণঠাসার ছবি আঁকে চোয়ালের কোলাহলে
স্নিগ্ধ আভায় -
ক্ষীণ কন্ঠে রক্তাক্ত অন্তর বলে
নাতিশীতোষ্ণ বয়স আমার গেল ঘোলা নদীর কূলে
শব্দহীন নিষিদ্ধ কম্পমান হাওয়ায়-
বিপরীত আলপনায়
অমিত্রাক্ষরে কত বার ছুটে যেতে চেয়েছিলাম
বিষণ্ণ হাতের চাবি নিয়ে-
কিন্তু প্রণয়ের বসন্তপ্রধান সন্ধ্যার মামুলি আবেগে
ফিরে এসেছি বার বার...
লুতুপুতু ভাবে যৌবনকে বিলিয়ে দিয়েছি
দশ শতাংশ বার-
সৌন্দর্যে গেঁথে ছিলাম রক্ষিত ধূলো মাখা
গন্ধরাজ জল ফোটার ভাঁজ
আহা!
শৈশবের বলিষ্ঠ নারীর কাঠামো নাটকীয় স্নান
সম্পূরক নিঃশব্দে ভেজানো কপাট দীর্ঘশ্বাস
                   -ছাড়ে অভাবজনিত মুগ্ধতা বেশে।