কি মহামারী রে বাবা যারে ধরে তারে ই শেষ করে গোরস্থানে পাঠায়,
নাম তার কভিড১৯ যেখানে পাবে সেখানে সংক্রমণ ছড়াবে ।
চরম ভাবে বিচরণ করে আসছে পৃথিবীর বুকে কে পারে ঠেকাতে,
ঘূর্ণায়মান তার চলন বলন ,ছত্রভঙ্গ করে দিচ্ছে মানুষের চলার ফেরার জায়গা কে ।
উধাও করে দিচ্ছে মুহূর্তের মধ্যে,কি যে তেজ বাত্যা র ন্যায়,
ছন্দপতন ভাবে ছুটোছুটি কে কার আগে বাড়ি গিয়ে পৌঁছবে ,
মনে হচ্ছে প্রবল ভাবে টর্নেডো আসছে ঝড়ের মতো ত্বরিত গতিতে ।
মুহূর্তের মধ্যে রাস্তা ঘাট জনশূন্য মরুভূমির রূপ ধারণ করে,
টুকিটাকি যা ই পাওয়া যা তাও আবার উধাও হয়ে যায় ।
নিরামিষ শহর কোন প্রকার আড্ডা নেই,নেই মানুষের আনাগোনা,
বড্ড একা মনে হয় আজ,বিষম বেদনা জাগে হৃদের গভীরে ।
থতোমতো খেয়ে যাচ্ছি ঘাতক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে,
দ্ব্যর্থবোধক কণ্ঠে ডাক্তার গণ আহ্বান করে হসপিটালের চেম্বার থেকে ।
দুর্বিষহ থাকবে না যদি নির্বাসনে যাও একাকী গহীন অরণ্যে
নড়বড়ে মন উঁচু তে ও উঠতে চায় না, আবার নীচু তে ও নামতে চায় না ।
নিদারুণ নির্ভীক চিত্তে নিরুপায় হয়ে দিন কাটায় ঘরের ভিতর পরজীবীর ন্যায়,
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অপরিসীম ভাবে পর্যবেক্ষণ করতে হবে নিরূপণতার সাথে।
কি ধ্বংস যজ্ঞ মাহামারি আসলো দেশের মধ্যে যাকে ধরে তাকে ই থাকতে হবে কোয়ারেন্টাইনে
প্রতিষেধক টিকা নেই থাকতে হবে গৃহবন্দি সচরাচর টানা চোদ্দ দিন উপায় নেই ।
প্রলয়ংকারী করোনা ভাইরাস ধেয়ে আসছে অধীর আগ্রহ নিয়ে কোলাহল পূর্ণ নগরীতে
সাবধান থেকো সবাই মিলে,আর প্রার্থনা করতে থাকো সৃষ্টিকর্তার নিকটে ।
বাঁচতে পারি যেনো আকুল আবেদনের ফলে, ফয়সালা করেন যাতে আপন কৃপার মহিমায়,
উঠিয়ে নেন ছায়ালোকে প্রজ্বলিত করেন আমাদের আবাস ভূমিকে ।