দহরম – মহরম ভালোবাসা;
রেখে দিয়েছি ,হাঁকাহাঁকি হাঁটাহাঁটি,
মনের নন্দন কাননে।
নজরবন্দি করেছি ,
পর্যাপ্ত পরিমাণে নজরানা দিয়ে ,
নিশ্চুপ নির্লিপ্ততায় আলপনা এঁকেছি,
তোর;
নাদুসনুদুস নিষ্প্রভ চোখের নীলাম্বু তে ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.