তোমার উদার উর্বর জমিনে ,এক ফালি রোদ্দুর ফলাতে চাই
তোমার নিখুঁত অনুপম চিকুরে ,কিঞ্চিৎ বীচি র ধ্বনি দিতে চাই
তোমার কারুকার্যের সিক্ত যৌবনে, একটু আধটু ভাবে, ডুবে যেতে চাই
তোমার অনুভবের উদ্ভাসিত বাগানে ,ফুল হয়ে ফুটতে চাই
তোমার লাবণ্য ময় রোমাঞ্চিত দু ভুজে , লাল টুক টুকে মেহেদি হতে চাই
তোমার স্বপ্নের গোধূলির আকাশে, নির্ভীক চিত্তে ,ইচ্ছে র ঘুড়ি উড়া তে চাই
তোমার চৈতালি সবুজ স্মৃতির জঙ্গলে , বর্ণিল রঙের মেলা বসাতে চাই
তোমার নীল জলের সর্বগ্রাসী নিষিদ্ধ ভুবনে, পূর্ণিমার আলো জ্বালাতে চাই
তোমার বদ্ধ ভূমির নষ্ট সমুদ্দুরে ,পাল বিহীন নৌকার মাঝি হতে চাই
তোমার মেঘে ঢাকা কাশবনে র বিলে,গাঙচিল ,পানকৌড়ি হয়ে উড়তে চাই
তোমার মৌন নীলিমার আষাঢ়ের জ্বলে ,অধিক হারে ,বারি বর্ষণ করতে চাই
তোমার কালবৈশাখী রহস্য ঘেরা চাহনিতে, নিদ্রাহীন কাম – বাসনার জল তরঙ্গ হতে চাই
তোমার তুষার -শীতল অরণ্য ঘেরা বন্দরে,ভাসা –ভাসা বরফ বীথি হতে চাই
তোমার সোনালী দিগন্তের ফাগুনের মাঠে ,অসীম প্রেমের মালা গাঁথতে চাই
তোমার নির্জনতার উদাস দুপুরে ,হলুদ ,নীল ,বেগুনি, রঙের কিরণ দিতে চাই
তোমার এঞ্জিন চঞ্চল ডানার শিঞ্জনে, উচ্ছল অঞ্জলি ভরা সুঘ্রাণ দিয়ে ভরিয়ে দিতে চাই
তোমার গহীন পাঁজরের আপাদ মস্তকে ,সেফটি ম্যাচের ন্যায় সংগোপনে, মিলিত হতে চাই
একাকী গভীর ভাবনায় নষ্ট প্রহরে ,মৌলিক শৈল্পিক কাল্পনিক ভাবে ।