তোমরা যারা আজ ইসলামকে নিয়ে
আতশবাজি খেলছো-
মনে রাখবে
শেষ বিচারের দিন তোমাদের কে বাঁচাবে
বলও?
আজ নিজেকে বড় নাস্তিক ভেবে
যা তা বলে যাচ্ছো-
তুমি কি জানো না
এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না
মালিক বার -বার হুঁশিয়ারি করে
আল কোরআনে ঘোষণা করে দিয়েছেন
যে ইসলাম হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ধর্ম
বাকি যে সব ধর্ম আছে
সব গুলা বাদ-
তবে কেনো বুঝো না
আর ইসলামকে নিয়ে ই বা তোমাদের এত চুলকানি
কারণটা কি? বলতে পারো-
শুনো তোমাদেরকে বলছি
নিজের ক্ষতি নিজেই ডেকে এনে অতলগহ্বরে ডুবে যাচ্ছো
তোমরা টের পাচ্ছো না  
তোমরা কি বোকা?
আসলেই তোমরা বোকাচুদা
তা- না হলে নিজের চুল নিজেই ছিঁড়ে
আমি তো বুঝতেছি তোমরা চরম ভাবে হতভাগা
তোমরা কি দেখ না -
একটা মানুষ মৃত্যুর সময় কতটা কাতর হয়ে তাকিয়ে থাকে
কিন্তু কিছু কি করতে পারে?
পারে না-
কারণ মালিকের ডাকে সবাইকে সারা দিতেই হবে
বাঁচার কোনো ভিন্ন পথ নেই
অতএব,
তোমাদেরকে অনুরোধ করে বলি- ইসলামকে বুকে ধারণ কর
লালন করে আগলে রাখো
আর জীবনের তরে বিলীন করে দাও
দেখবে শান্তির মশাল তোমার জন্য অপেক্ষা করছে।