গভীর রাত্রির অন্ধকার কেটে ভোরের উষ্ণতা
প্রভাত বেলা নীল আকাশে মেঘের ছড়াছড়ি।
সূর্যটা যেন আঁধারে ছেয়ে গেছে বৃষ্টিতে
ঝড় আসে কিঞ্চিত স্নিগ্ধ হাওয়ার ছোঁয়াতে।
ভিজে যায় পথে প্রান্তর মাঠ ঘাঁট
দখিনা সমীরণে মোর বাতায়নে প্রিয়ার চুল।
শীতল পাটিতে শয়ন কালে বুকের পাঁজরে
যখন সে স্পর্শ করে হৃদয়ের উঠোনের পার্শে।
কাতর হয়ে তার কোমল হাতে ধরি
উর্ণার আঁচল দিয়ে ঢাকে শরীর খানি।
হটাৎ করে আমায় বলে চলো সুদূরে
হেটে চলি সবুজ দূর্বা ঘাসের শিশির।
অমনিই অঝোর বৃষ্টি নামতে রঙিন ছাতা
কাঁধে হাত রেখে চলছি নির্দিষ্ট স্থানে।
সোনালি রঙের শাড়ী পড়ে হাঁটছে দূরে
কিছুক্ষণ পরে চলতে থাকে বহু দূরের তীরে...।