ভিটেমাটি ছেঁড়ে তোমার কাছে এসেছি
বহুদিন আগে কিছু স্বপ্ন কিছু আশা নিয়ে
ছেঁড়াখোঁড়া পাতার মালা জড়িয়ে-
সূর্যস্রােত শিশির বন্ধনে প্রেমশক্তি
-বিলিয়ে দিয়েছি
ব্যাপ্তিগভীর অনুভূতির সজীব কোষে
ঠোঁটের কোণে এঁকে দিয়েছি -সুদীপ্ত রেখা
স্বপ্রাণ আক্রান্ত মনে-
সত্তা ভ্রূণ ছড়িয়ে অষ্টেপৃষ্ঠে
আলোকিত করেছি - তোমায়
বুনতে - বুনতে ঝকঝক বিভোর উচ্ছ্বাস
করে তুলেছি-
ভাবনার খোরাক জুগিয়ে রাতের আঁধার
আসক্ত হয়েছি বার - বার
সীমানায় জাগিয়েছি-
কফিশপের অসীম ভালবাসার পৃথিবী
অথচ কি আশ্চর্য ! ভেতরে রক্তক্ষরণ
নিরুদ্দেশে ভেসে যাচ্ছে মনোদৈহিক চেতনা
শক্ত বাঁধানো বাহুডোরআদর নিবিড় জলে
-যাচ্ছে চলে
হতাশ দৃষ্টি শক্তভাবে চেপে ধরে
-অবাধ্য নোংরা প্রলুব্ধ নিস্তব্ধে
নামছে ভীষণ বৃষ্টি
নির্লজ্জের মতো মায়াবী প্যাচযুক্ত সুখঘরে।