হিমেল হাওয়া বয়ে যায়
তোমার বারান্দার চারি পাশ,
দিয়ে -------
নিম গাছের কচি পাতা গুলি,
হেলে দুলে কথা বলে ----
চুপিসারে আমার সাথে ।
টুকটাক খড়কুটো ভেসে আসে
মৃদু মৃদু ভালোবেসে ,
তোমার উঠোন থেকে ।
অকপটে বলি আমি তাকে
মণিহারা ফণী ।